বোয়ালখালীতে গাছের ডাল পড়ে ব্যক্তির মৃত্যু
দোলন কান্তি দে:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাথায় গাছের শুকনো ডাল পড়ে উত্তম দাস (৪২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৭ আগস্ট ২৫ ইং দুপুর আনুমানিক ১ টায় বোয়ালখালী পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডীর কৈবর্ত্যপাড়ায় এ ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র লাল দাস জানান, দুপুরে স্নান করার জন্য ছন্দারিয়া খালে গিয়েছিলেন উত্তম দাস। এসময় দূর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতাসের কারণে খালের পাড়ের থাকা আম গাছের একটি বড় শুকনো ডাল তার মাথায় ভেঙ্গে পড়ে। এতে উত্তম গুরুতর আহত হন।পরবর্তীতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাজর্ষি নাগ বলেন, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন উত্তম দাস নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত দুই সন্তানের জনক উত্তম দাশ একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয় বাঁশি জলদাসের বাড়ির গোপাল দাসের ছেলে। তার দুই মেয়ে রয়েছে।বিগত ৫ আগস্ট মঙ্গলবার নিজ বাড়িতে এসেছিলেন তিনি।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী ও পরিবার গভীরভাবে শোক জানিয়েছেন।
এক শোক বার্তায় উত্তম দাসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস।একই সাথে বিদেহীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।