একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

রামগড়ে মা-মেয়ের খুনের মূল হোতা গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ের আলোচিত মা-মেয়ে খুনের ঘটনার ছয়দিন পর ঘটনার মুল হোতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।‎

বৃহস্পতিবার ২৮ আগস্ট ২৫ ইং সকাল ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন,ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম পূর্ব বাগান টিলার তার দাদীর বাড়িতে এসে টাকার দাবি করে। তখন সাইফুলকে টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে সেখানেই তাদের হত্যার পরিকল্পনা করে সাইফুল।পরবর্তীতে সবাই ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারকে ও পরে পাশের ঘরে থাকা দাদী আমেনা খাতুনকে গলা কেটে হত্যা করে।পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায় সে। পরে মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকান্ডের ঘটনার পরদিন ২২ আগস্ট রাহেনা আক্তারের ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা পরবর্তীতে বুধবার ২৭ আগস্ট বিকেলে ফেনী ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রাম থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে রাহেনা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা সে চট্টগ্রামের ভূজপুর থানাধীন ইসলামপুর বাজারে এক দোকানদারের কাছে ৪০০ টাকায় বিক্রি করে।গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আসামি সাইফুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম(৩৫) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামের মোঃ শাহাবুদ্দিন এর ছেলে।