একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মঈন উদ্দিন মাহমুদ:
চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন পুলিশ। এসময় ইয়াবা বহনে জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক মো. হাসান (৩৩) ও হেলপার আব্দুল কুদ্দুস ফাহাদ (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

বুধবার ২৭ আগস্ট ২৫ ইং সকাল আনুমানিক ৬ টসাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকা হয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টে সন্দেহভাজন কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো -ট ১১-৪১০৯) থামিয়ে চালক ও হেলপারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাভার্ড ভ্যানে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি মতে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত আমাদের অস্থায়ী চেকপোষ্টে কাভার্ড ভ্যানটি থামানো হয়। পরে চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইযাবা পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

গ্রেপ্তারকৃত মো. হাসান (৩৩) গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে ও আব্দুল কুদ্দুস ফাহাদ (২৭) চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুরের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে