এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের দেশ মাল্টা
মো: ফারুক উদ্দিন:
আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।এবার ব্রিটিশদের পথ অনুসরণ করছে ইউরোপের আরও একটি দেশ। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয়ে পাশে থাকা দেশের সংখ্যা বাড়ল। এর আগে, ইউরোপের আরেক দেশ ফ্রান্সও ফিলিস্তিন স্বীকৃতি পরিকল্পনার ঘোষণা করেছে।ব্রিটিশদের পথ অনুসরণ করছে ইউরোপের দেশ মাল্টা। আগে, ইউরোপের আরেক দেশ ফ্রান্সও ফিলিস্তিন স্বীকৃতি পরিকল্পনার ঘোষণা করেছে। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একই ধরনের ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
মঙ্গলবার ২৯ জুলাই ২৫ ইং স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এই ঘোষণা দিয়েছেন।ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাল্টা সরকারের ওপর অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাপ তৈরি হয়েছে। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধীদলও অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়।
মধ্যপ্রাচ্য ঘেঁষা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এই দ্বীপরাষ্ট্রটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বার্থের পক্ষে অবস্থান নিয়ে আসছে। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় সমর্থন জানিয়েছে মাল্টা।