গাইবান্ধার ফুলছড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে নির্বাচন কর্মকর্তার মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার ২৮ জুলাই ২৫ ইং সকাল ৯:৩০ মিনিটে নিজ কর্মস্থলের কোয়ার্টারের সামনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন আব্দুস সোবহান। কোয়ার্টারের দিকেই যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান এর মৃত্যুর বিষয়ে, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল বলেন, আব্দুস সোবহান নিয়মিত ফজরের নামাজের পর হাঁটতে বের হতেন। তিনি উপজেলা কোয়ার্টারেই থাকতেন। আজ সকাল সাড়ে ৯টায় অফিসে না আসায় একজন সহকর্মী গিয়ে তাকে কোয়ার্টারের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
নির্বাচন কর্মকর্তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি ২০২১ সালের ২৫ জুলাই ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন।