চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায় করায় চার পরিবহন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
বশিরুল ইসলাম(রিপোর্টার):
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি পরিবহন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার ২৫ মার্চ ২৫ ইং তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এবং একে খান এলাকার বিভিন্ন বাস কাউন্টারে এ জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া দাবি করায় সাবিনা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. সালাউদ্দিনকে ৩০ হাজার টাকা, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় সোনিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ইসহাককে ৫ হাজার টাকা, একই অভিযোগে জি এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা এবং তিশা প্লাটিনাম এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।