একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বাগীশিক উত্তর জেলার উদ্যোগে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মেনন চন্দ্র দাশ(রিপোর্টার):

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক পরিচালিত স্কুল সমূহের আয়োজনে অনুষ্ঠিত হলো গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা।

২৮ ফেব্রুয়ারী শুক্রবার ২৫ ইং সকাল ১০ টা থেকে উত্তর জেলার আওতাধীন উপজেলা সমূহের ১৪ টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্বে ১২ টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, সভাপতি ঝুন্টু চৌধুরী, সহ-সভাপতি প্রীতম চৌধুরী ও সংগঠক অমৃত লাল দে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য, সুমন দাশ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক অনিতা ঘোষ, সহ-গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা.অনুপম নাথ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী বাসু চৌধুরী, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের কর্মকর্তা শিবু দাশ, বিপ্লব পাল চৌধুরী, টিটু কুমার দে, সমির মহাজন, সুমন দেব নাথ, নিকু শীল, ছোটন দাশ, অধ্যাপক সুব্রত কুমার নাথ, রাসকিন চৌধুরী, ত্রিদীপ সাহা, উজ্জ্বল ভৌমিক, সঞ্জয় চৌধুরী, রনজিত কুমার নাথ, পরিমল দাশ, সবুজ পাল, দেবব্রত গোলদার, সুভাষ চক্রবর্তী, সৈকত দেবনাথ, উজ্জ্বল চন্দ্র নাথ।

মূল্যায়ন পরিক্ষায় বিভিন্ন কেন্দ্রে পরিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন, সুমি চৌধুরী, কানাই দেব শুভ, কৃষ্ণ আচার্য্য, পুলক ভট্টাচার্য, প্রিন্স ভৌমিক, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর, বাগীশিক মহানগর সংসদের কর্মকর্তা রণি চক্রবর্তী।

ছাড়াও উক্ত আয়োজন সম্পন্নকরণে ভূমিকা পালন করেন, বাগীশিক উত্তর জেলা সংসদের আওতাধীন উপজেলা, ইউনিয়ন সংসদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাগণ। সবার সরব উপস্থিতি ও সহযোগিতায় বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরী ও সাধারণ সম্পাদক বাসু চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সীতাকূন্ড উপজেলার ২টি কেন্দ্রের পরীক্ষা আগামী ৭ই মার্চ (শুক্রবার) পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।